
শম্ভুনাথ সেনঃ
নিত্যানন্দ প্রভুর ৫৫১ তম আবির্ভাব উৎসব উপলক্ষে ২১-২৪ ফেব্রুয়ারি বীরভূমের বীরচন্দ্রপুর নিতাইবাড়িতে নেমেছে ভক্তের ঢল। দেশ-বিদেশের ভক্ত-পুণ্যার্থীরা ছুটে এসেছেন বীরভূমের এই বীরচন্দ্রপুরে। উল্লেখ্য, বীরভূমের পর্যটন মানচিত্রে একটি বৈষ্ণব তীর্থক্ষেত্র রূপে চিহ্নিত বীরভূমের “বীরচন্দ্রপুর” ‘নিতাই বাড়ি’। আজ থেকে ৫৫১ বছর পূর্বে এমন এক মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিতে এই গ্রামেই জন্মেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর অহিংস আন্দোলনের পুরোধা পুরুষ ‘নিত্যানন্দ প্রভু’। পরবর্তীতে প্রভুর পৈতৃক বাড়িটি “নিত্যানন্দ জন্মস্থান সেবামণ্ডল” তথা ‘নিতাই বাড়ি’ রূপে সারা পৃথিবীর বৈষ্ণব সমাজের কাছে সমাদৃত হয়েছে। প্রভু নিত্যানন্দের আবির্ভাব তিথি উৎসব ঘিরে বীরচন্দ্রপুর এখন উৎসবে মাতোয়ারা। প্রভুর জন্মলীলা স্মরণ, পূজা-পাঠ, নাম সংকীর্তন, হাজার হাজার পুর্ণ্যার্থীদের মধ্যে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হয় “নিত্যানন্দ ত্রয়োদশী”! ২৪ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উৎসব উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা। বহিরাগত ভক্ত পুণ্যার্থীদের জন্য স্বাস্থ্য শিবির সহ স্থানীয় দুঃস্থদের মধ্যে বস্ত্র দানের আয়োজন করা হয়। পাশাপাশি ইসকন মন্দিরেও নেমেছে ভক্তের ঢল।