ভারত সরকারের অর্থ সহায়তায় বীরভূমের বোলপুর পারুলডাঙ্গা স্কুলে গড়ে উঠেছে “কমিউনিটি ওয়াটার সাপ্লাই স্কিম”

শম্ভুনাথ সেনঃ

ভারত সরকারের Dept of Science and Technology (DST) আর্থিক সাহায্যে এবং বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বীরভূমের বোলপুর পারুলডাঙা শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ে গড়ে উঠেছে “কমিউনিটি ওয়াটার সাপ্লাই স্কিম”। এই জল যেমন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা ব্যবহার করবে তেমনি সংলগ্ন বাগানপাড়ার ২৫ টি আদিবাসী পরিবারের সদস্যরা এই পানীয় জল ব্যবহারের সুযোগ পাবে।

সৌর বিদ্যুত চালিত পাম্পের সাহায্যে বৃষ্টির সংরক্ষিত জল পরিশ্রুত করে কাজে লাগানোর জন্য এই বিশেষ প্রকল্প স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্বভারতীর অধ্যাপক তথা আধিকারিক অমিত হাজরা। ২৩ ফেব্রুয়ারি গড়ে ওঠা এই প্রকল্প দিল্লি থেকে পরিদর্শনে আসেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক ড. অনিতা গুপ্তা ও ড. রঘুনাথ রেড্ডি। এছাড়া কলকাতা থেকে সৌরশক্তি বিভাগের বিভাগীয় আধিকারিক ড. শান্তিপদ গন চৌধুরী উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক অমিত হাজরা, সি বালা চন্দন সহ প্রকল্প রূপায়ণের বিভিন্ন অধিকারীক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ও স্থানীয় বিশিষ্ট সমাজসেবী মিহির রায় প্রমুখ।


বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানিয়েছেন এই প্রকল্পের সাহায্যে বহুমুখী লক্ষ্য পূরণ হবে। বিদ্যালয়ের পড়ুয়ারা যেমন পানীয় জল পাবে তেমনি ব্যবহার করার পর অবশিষ্ট জল কাজে লাগবে সবজি বাগানে। জলের ব্যবহার ও সংরক্ষণ বিষয়ে ছাত্র-ছাত্রীদের কাছে শিক্ষনীয় বিষয় হয়ে উঠবে। পাশাপাশি স্কুল সংলগ্ন আদিবাসীদের ঘরে নিত্য দিনের ব্যবহার্য জল এবং পান করার উপযুক্ত পরিশ্রুত পানীয় জলের চাহিদা মেটানো সম্ভব হবে।বহুমুখী উদ্দেশ্য ও লক্ষ্য পূরণে এই বিশেষ মডেল প্রকল্প বিদ্যালয়ের ভিতর গড়ে ওঠায় শিক্ষক ছাত্র-ছাত্রীদের সঙ্গে অভিভাবকরাও আনন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *