সেখ রিয়াজুদ্দিনঃ
দিন কয়েক যাবৎ জেলার প্রায় প্রতিটি থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে বোমা। সেইসাথে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে আটকেও পড়ে বেশ কিছু দুস্কৃতিকারী বলে খবর। বুধবারও জেলার বুকে ফের বোমা উদ্ধার এবং আগ্নেয়াস্ত্র সহ এক দুস্কৃতিকারীকে আটক করে পুলিশ বলে জানা গেছে। মঙ্গলবার রাত নটা নাগাদ রামপুরহাট থানার পুলিশ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় টহল দেওয়ার সময় লক্ষ্য করেন একজন যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে। পুলিশ যুবকে আটকে তল্লাশি করতেই, তার কাছে থেকে এক রাউন্ড কার্তুজ সহ একটি আগ্নেয়াস্ত্র বের হয়। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স না থাকায় পুলিশ যুবককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম উজ্জ্বল শেখ। বাড়ি রামপুরহাট থানার বগটুই মোড়ে। ধৃত ব্যক্তিকে সাত দিনের পুলিশি হেফাজতে চেয়ে বুধবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় রামপুরহাট থানার পুলিশের পক্ষ থেকে। ধৃত যুবকের কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে কিভাবে এলো এবং কি উদ্দেশ্য নিয়ে হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করছিল তার তদন্ত শুরু করেছেন রামপুরহাট থানার পুলিশ। অন্যদিকে খয়রাসোল থানার পুলিশ স্থানীয় গোপালপুর মোড় সংলগ্ন একটি পুকুর পাড়ের শরঝোঁপ থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার করে। পুলিশ বোমা মজুদকৃত জায়গাটি ঘিরে ফেলে এবং বোমাগুলি নিষ্ক্রিয় করণের জন্য সিআইডি বোম্ব স্কোয়াড কে খবর দেন বলে জানা যায়। আসন্ন লোকসভার প্রাক্কালে জেলার বুকে প্রায় প্রতিদিন প্রতিটি থানা এলাকা থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।