ক্রেতা উপভোক্তা বিষয়ক সচেতনতা শিবির, সিউড়ির দুটি পঞ্চায়েতে

সেখ রিয়াজুদ্দিনঃ

সিউড়ি এক নম্বর ব্লকের খটঙ্গা ও কড়িধ্যা গ্রাম পঞ্চায়েত অফিসের সভাকক্ষে ক্রেতা উপভোক্তা বিষয়ক পৃথক পৃথক ভাবে দুটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় বুধবার। ক্রেতা উপভোক্তা বিষয়ক বিভাগের পক্ষ থেকে সিউড়ি প্রগ্রেসিভ এন্ড মাইনোরিটি ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় “ক্রেতা উপভোক্তা বিষয়ে” সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। মূল আলোচ্য বিষয় হিসেবে দৈনন্দিন জীবনের কেনাকাটায় ঠকে গেলে কি করনীয়। কিভাবে বুঝতে পারা যাবে যে দোকানদার ঠকিয়ে দিয়েছে। এজন্য কি কি প্রমাণ পত্র, ক্রয় করা দ্রব্যাদির রসিদ বা ক্যাশ মেমো। গ্যারান্টি, ওয়ারেন্টি ইত্যাদি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনার মাধ্যমে বুঝিয়ে বলা হয়। কোনো ব্যক্তি ঠকে গেলে তার জন্য রাজ্য সরকার কর্তৃক জেলার মধ্যে ক্রেতা উপভোক্তা বিষয়ক অফিস রয়েছে। সেখান থেকে বিনামূল্যে সমস্ত রকম আইনি সহযোগিতা করা হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। এদিন সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জেলা আঞ্চলিক কার্যালয়ের অফিসার তথা উপভোক্তা কল্যাণ আধিকারিক বিদু ভূষন সাহা ও অম্লান মুখার্জি, সিউড়ি প্রগ্রেসিভ এন্ড মাইনোরিটি ওয়েলফেয়ার সোসাইটির সচিব মহম্মদ রফিক, খটঙ্গা গ্রাম পঞ্চায়েত প্রধান রুপালি দাস, কড়িধ্যা গ্রাম পঞ্চায়েত প্রধান বেলা দত্ত প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *