শম্ভুনাথ সেনঃ
দিন দিন দুর্বল হচ্ছে যেমন বাংলা ভাষা, তেমনি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার পরিসর ক্রমশ সংকুচিত হচ্ছে। তাই নতুন পথের দিশা দিতে লিভার ফাউন্ডেশনের “বিজ্ঞানভাষ” (বাংলায় একমাত্র দৈনিক আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা) এর মাথায় আসে বাংলায় বিজ্ঞান লেখার কর্মশালার পরিকল্পনা। ৩ মার্চ বীরভূমের নগরী গ্রামে অনুষ্ঠিত হয় বহু প্রতীক্ষিত সেই কর্মশালা। বহু আগেই এই বিষয় ভাবনা নিয়ে প্রথম প্রস্তাব দেন নগরীর ভূমিপুত্র চিকিৎসক অভিজিৎ চৌধুরী। পরিচালনা ও আয়োজনের দায়িত্ব গ্রহণ করেন বীরভূমের বিশিষ্ট জনবিজ্ঞান কর্মী ও লেখক তথা শিক্ষক শুভাশিস গড়াই। এদিন এই কর্মশালায় উপস্থিত ছিলেন উদ্যোক্তাদের অন্যতম পৃষ্ঠপোষক ডাঃ অভিজিৎ চৌধুরী। এছাড়া বাংলার ৩ স্বনামধন্য লেখক বঙ্গীয় বিজ্ঞান পরিষদের কর্মসচিব গৌতম গাঙ্গুলী, বিজ্ঞানী ড. তুষার চক্রবর্তী, বিশিষ্ট বিজ্ঞান লেখক আশিস লাহিড়ী উপস্থিত ছিলেন। এই কর্মশালায় অংশ নিয়েছিলেন ছাত্র থেকে শিক্ষক, লেখক গবেষক এমন অনেকেই। প্রথমেই বিজ্ঞানের বিষয়ভিত্তিক আলোচনার পর তা ঘন্টা খানেক সময় ধরে বাংলায় লেখার কাজ শুরু হয় এবং তা সকলের সামনে উপস্থাপিত করা হয়। সকলের মধ্যে সঞ্চিত হয় এক অনন্য অভিজ্ঞতা। যারা অনুষ্ঠানটি পরিচালনা করেন তারা যেমন আনন্দিত হয়, তেমনি অংশগ্রহণকারী প্রত্যেকেই খুশি ব্যক্ত করেন। এমন কর্মশালা আগামীতে মডেল হিসেবে পরিগণিত হবে বলে আয়োজকরা আশাবাদী। আগামী বৈশাখ মাসে কলকাতায় এ ধরনের একটি কর্মশালা অনুষ্ঠিত করার এদিন উদ্যোগ নেওয়া হয়। এই সংকটকালীন সময়ে বাংলা ভাষায় বিজ্ঞান লেখক লেখিকার সন্ধানে জেলায় জেলায় এমন কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উদ্যোক্তাদের অন্যতম বিজ্ঞান কর্মী শুভাশিস গড়াই।