শম্ভুনাথ সেনঃ
রাত পোহালেই মহা শিবরাত্রি। পঞ্চপীঠের বীরভূমে অন্যতম সতীপীঠ তথা শৈবক্ষেত্র বক্রেশ্বর সেজে উঠছে। যদিও আগের মত বক্রেশ্বর মেলা নেই। তবুও বেশ ক বছর ধরে সরকারি উদ্যোগে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাশিবরাত্রি উদযাপিত হচ্ছে। এদিন হাজার হাজার ভক্ত পুর্ণ্যার্থীদের সমাগম ঘটে বাবা শিবের মাথায় জল ঢালার জন্য। মহা শিবরাত্রি হল হিন্দু সম্প্রদায়ের একটি তাৎপর্যপূর্ণ ধর্মীয় উৎসব। বিশেষকরে শিবচতুর্দশীর দিনে সকল মহিলারা উপবাস থেকে শিবরাত্রি উদযাপন বহু প্রাচীন প্রথা। জেলার বিভিন্ন শৈব ক্ষেত্রগুলিও সেজে উঠছে। বীরভূমের বক্রেশ্বরে মেলার প্রস্তুতির ছবি ধরা পড়েছে নয়াপ্রজন্মের ওয়েবসাইটের পাতায়। এক পুরোহিত জানিয়েছেন আগামীকাল শুক্রবার শিবচতুর্দশী তিথি রাত্রি ৭টা ৫৬ মিনিট ৫৮ সেকেন্ডে শুরু হবে। শনিবার প্রায় সারাদিনই থাকবে, শেষ হবে ৫ টা ৪১ মিনিট ৫৭ সেকেন্ডে। এই চতুর্দশী তিথি শুরু হতেই পুজোতে বসবেন পুরোহিতরা। দর্শনার্থীদের জন্য সারারাত মন্দিরের প্রবেশদ্বার খোলা থাকবে। থাকবে প্রশাসনিক কড়া ব্যবস্থা। গতবারের মতো এবারও প্রচুর ভক্ত সমাগম ঘটবে বলে সেবায়েতরা আশাবাদী।