শম্ভুনাথ সেনঃ
সমাজে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে নেওয়া হয়েছে সরকারী নানা উদ্যোগ। প্রাণী পালনের মধ্য দিয়ে অনেক পরিবার জীবিকা নির্বাহ করে। বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের প্রাণীসম্পদ দপ্তর এলাকার ৪৪০ জন উপভোক্তাদের হাতে দশটি করে উন্নত প্রজাতির মুরগির ছানা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। এদিন মোট ৪,৪০০ টি মুরগী ছানা বিতরণ করা হয়েছে বলে ব্লকের প্রাণী সম্পদ আধিকারিক তথা প্রাণী চিকিৎসক অচিন্ত্য মহান্তি জানিয়েছেন।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম