আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আইনি সচেতনতা শিবির সিউড়িতে

সেখ রিয়াজুদ্দিনঃ

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বীরভূম জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার জেলার দুটি উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে আইনী সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। প্রথমে সিউড়ি আরটি গার্লস স্কুল এবং পরে কড়িধ্যা বিদ্যনিকেতনে পাঠরত পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবির দুটি অনুষ্ঠিত হয়। এদিন মূলত আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে “নারী ও শিশুদের আইনি অধিকার” সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। এছাড়াও নারী সুরক্ষা, নারীদের বিভিন্ন ধরনের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ, নারী পাচার, শিশু শ্রম ও বাল্য বিবাহ রোধ, সাইবার ক্রাইম, সর্বপরি বিনামূল্যে আইনি সাহায্য পাওয়ার উপায় ইত্যাদি সম্পর্কে আলোচনার মাধ্যমে সচেতন করা হয়। যদি কেউ এই ধরনের চক্রে পড়ে যায়, তবে তার পাশে সবসময় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনী সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বাস দেন। আলোচনা পর্ব শেষে ছাত্রীদের নিয়ে শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে আইনি নিষিদ্ধ কাজগুলো না করার অঙ্গীকারবদ্ধ হয় সকলেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুপর্না রায়, আর টি গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা কৃষ্টিনা মাড্ডি, কড়িধ্যা বিদ্যনিকেতনের প্রধান শিক্ষিকা সুজাতা দাস সাহা, পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক সহ অন্যান্য শিক্ষিকাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *