শম্ভুনাথ সেনঃ
সাধক বামাক্ষ্যাপা তামাম ভারতবাসীর কাছে তন্ত্রসাধক রূপে চিহ্নিত। আজ তাঁর ১৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে জন্মভিটা “আটলা” গ্রামে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, বাংলা ১২৪৪ সনের ফাল্গুন মাসের এমন এক শিবচতুর্দশী তিথিতে বামাক্ষ্যাপার জন্ম হয় তারাপীঠ সংলগ্ন “আটলা” গ্রামে। ১২৭৪ বঙ্গাব্দে মাত্র ৩০ বছর বয়সে বামাক্ষ্যাপা তারামায়ের সাধনায় সিদ্ধিলাভ করেন। ‘মা’ ‘মা’ ধ্বনিই ছিল তাঁর সাধনার মূল মন্ত্র। এদিন তাঁর জন্মভিটা আটলায় “বামদেব স্মৃতিরক্ষা সমিতির” উদ্যোগে আজ সকাল থেকে শুরু হয়েছে তাঁর প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা প্রভাতফেরী। গর্ভগৃহে পূজা-পাঠ, নাম-গান, উদয়াস্ত চণ্ডীপাঠ, হোমযজ্ঞ। বামদেবের জন্ম ভিটেয় নির্মিত মন্দিরে দিনভর পূজা অর্চনা, নিশিরাতে বিশ্বশান্তির উদ্দেশ্যে হবে মহাযজ্ঞ। এ তথ্য জানিয়েছেন বামদেব স্মৃতিরক্ষা সমিতির সম্পাদক স্মৃতিময় চট্টোপাধ্যায়। আগামী তিন দিন ধরে চলবে নানান ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বামাক্ষ্যাপার আবির্ভাব উৎসব ঘিরে বহু ভক্ত-পুণ্যার্থীর ভিড় জমেছে জন্মভিটে আটলায়। এদিকে তাঁর সাধনক্ষেত্র তারাপীঠেও হাজার হাজার দর্শনার্থীদের সমাগমে জমজমাট তীর্থভূমি তারাপীঠ।