
শম্ভুনাথ সেনঃ
প্রাথমিক ছাত্র-ছাত্রীদের নিয়ে ৯-১০ মার্চ, ৩৯ তম রাজ্য স্তর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুর ষ্টেডিয়ামে। আজ তার সূচনা হয়। দুদিনে মোট ৩৪ টি ইভেন্টে অংশগ্রহণ করছে দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, নদীয়া, বীরভূম, দুই বর্ধমান সহ উত্তরবঙ্গের দুই দিনাজপুর, কোচবিহার সহ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার জেলা স্তরের স্থানাধিকারী মোট ৬৯৫ জন প্রতিযোগী। উল্লেখ্য, বীরভূমের রাজনগর চক্রের বেলবুনি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র শিবলাল টুডু রাজ্য স্তর প্রতিযোগিতায় হাই জাম্পে প্রথম স্থান অধিকার করেছে। তার হাতে তুলে দেওয়া হয় স্বর্ণপদক। এ তথ্য জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবোধ ব্যানার্জি। শিবলাল এর বাড়ি ভবানীপুর পঞ্চায়েতের অন্তর্গত করঞ্জাবুনি গ্রামে। সে চক্রস্তর, মহকুমা, জেলাস্তর পেরিয়ে রাজ্য প্রতিযোগিতায় প্রথম হওয়ায় বীরভূমবাসী অভিনন্দন জানিয়েছে।
