
শম্ভুনাথ সেনঃ
আসন্ন লোকসভা নির্বাচনে “অখণ্ড ভারত পার্টির” প্রার্থী তালিকায় নাম বীরভূমের বিজেপি নেতা দুধকুমার মণ্ডলের। আর তা নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে জেলায়। যদিও বীরভূমের বিজেপি নেতা দুধকুমার মণ্ডল জানিয়েছেন রাজনৈতিক ষড়যন্ত্র করে কেউ বা কারা আমার নাম উল্লেখ করে অপপ্রচার ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। আজ ৯ মার্চ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অখণ্ড ভারত পার্টির লেটারহেড প্যাডে রাজ্যের ২৫ টি লোকসভা কেন্দ্রেরপ্রার্থীর নাম উল্লেখ রয়েছে। সেই তালিকার ৯ নম্বরে বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থীপদে নাম রয়েছে বীরভূমের বিজেপির নেতা দুধকুমার মণ্ডলের। আজ এই তালিকা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করতেই বীরভূম জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। যদিও দুধকুমার মণ্ডলের দাবী, কেউ বা কারা রাজনৈতিকভাবে অপপ্রচার চালানোর উদ্যেশ্যে এই ধরনের ভুয়ো লিষ্ট ছড়িয়েছে। বিষয়টি জানিয়ে আজই বীরভূমের ময়ুরেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন বিজেপি নেতা দুধকুমার মণ্ডল।
