শম্ভুনাথ সেনঃ
লোকসভা নির্বাচনের প্রাক্কালে কৃষক আন্দোলনের সমর্থনে কেন্দ্রীয় সরকারের বিরোধীতায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় ৯ মার্চ সন্ধ্যায় বীরভূমের বোলপুর শান্তিনিকেতনে৷ প্রাচী-প্রতীচী আর্ট রিসর্টে এই অনুষ্ঠানে অংশ নেন চিত্র পরিচালক গৌতম ঘোষ৷ এছাড়া উপস্থিত ছিলেন নাট্যকার জুলফিকার জিন্না, শিল্পী তাপস মল্লিক, সমাজকর্মী আহসান কামাল সহ সুশীল সমাজের প্রতিনিধিরা৷ কৃষক আন্দোলনে পুলিশি বাধা, গুলি চালানোর প্রতিবাদে সরব হলেন প্রখ্যাত পরিচালক গৌতম ঘোষ সহ শান্তিনিকেতনের শিল্পীরা৷ শান্তিনিকেতনের প্রাচী-প্রতীচী আর্ট গ্যালারিতে কৃষক আন্দোলনের পক্ষে এদিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ আলোচনা, নাটক, চিত্রাঙ্কনের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হন সকলে৷
আলোচনার পাশাপাশি এদিন দুটি প্রতিবাদী নাটক মঞ্চস্থ হয়৷ এছাড়া, লাইভ চিত্রকলার মধ্য দিয়েও প্রতিবাদ করেন বোলপুর শান্তিনিকেতনের শিল্পীরা৷ বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় কৃষি নীতির বিরুদ্ধে সোচ্চার হন পরিচালক তথা অভিনেতা গৌতম ঘোষ সহ সকলেই৷ গৌতমবাবু বলেন, “আমি আমার প্রথম ছবি করেছিলাম তেলেঙ্গানার কৃষক আন্দোলন নিয়ে৷ বিশেষ করে কৃষকদের ঋণ মুকুব না করায় কত কৃষক আত্মহত্যা করছেন। কৃষকরা যারা জীবন জীবিকার জন্য আন্দোলন করছেন তাদেরকে আমাদের মত সচেতন মানুষেরা সমর্থন করছি। দ্রুত যাতে কেন্দ্রীয় সরকার দেশের কৃষকদের দাবি মেনে নেয়৷ কৃষকদের জায়গা যাতে কোনো ভাবে কর্পোরেটরা দখল না করে এটাই আমাদের প্রতিবাদ।” প্রাচী-প্রতীচী আর্ট রিসর্টের কর্ণধার তথা শিল্পী তাপস মল্লিক বলেন, “কেন্দ্রীয় কৃষিনীতির তীব্র প্রতিবাদ করি৷ কৃষকদের পাশে দাঁড়াতেই আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা শিল্প-সংস্কৃতির মধ্য দিয়েই যে কোন অন্যায়ের প্রতিবাদে সামিল হয়ে থাকি৷ এক্ষেত্রেও তাই।