শম্ভুনাথ সেনঃ
বিকশিত ভারত গড়ার সংকল্প নিয়েছে কেন্দ্রের মোদি সরকার। তবে সেই সংকল্পে সাধারণ মানুষের পরামর্শ গ্রহণে ১৮ মার্চ বীরভূমের দুবরাজপুরে এক কর্মসূচি গৃহীত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির পরিকল্পনা অনুযায়ী ১৪০ কোটি ভারতবাসীর পরামর্শ সংগ্রহ করার অঙ্গ হিসেবে ১৮ মার্চ বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভার দুবরাজপুর পুরশহরের ১৩ নাম্বার ওয়ার্ডে জন সম্পর্ক অভিযানে সামিল হয় বিজেপির দলীয় নেতৃত্ব। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অনুপকুমার সাহা, বীরভূম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক টুটুন নন্দী, দুবরাজপুর শহর মন্ডল সভাপতি করুণাময় মুখার্জি এবং দলীয় কর্মী সমর্থকরা। জনসাধারণের পরামর্শ সংগ্রহ কর্মসূচিতে তাদের হাতে তুলে দেওয়া হয় কলম ও লেখার পত্র। সাধারণের ভাবনা চিন্তা লিখিত পত্র তারা বক্সে পোস্ট করেন। উল্লেখ্য সারা দেশ সারা রাজ্যের সাথে বীরভূম সাংগঠনিক জেলায় ৩৯ টি মণ্ডলে এই কর্মসূচি চলছে বলে জানিয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী।