শম্ভুনাথ সেনঃ
আজ ২১শে মার্চ দিনটি “বিশ্ব কবিতা দিবস” হিসেবে চিহ্নিত। উল্লেখ্য, ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ মার্চ তারিখটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবস পালনের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা। ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল, “এই দিবস বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলিকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।”
বীরভূমের দুবরাজপুর টাউন লাইব্রেরীতে বই প্রকাশ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি উদযাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবরাজপুর পুরপিতা পীযূষ পান্ডে। এদিন এই লাইব্রেরীর ৫০ বছরের এক পুরনো গ্রাহক তথা চিকিৎসক ডাঃ রমেন্দ্র কুমার চৌধুরী তাঁর সারা জীবনের লেখনী নিয়ে গল্প ও কাব্যগ্রন্থ মিলিয়ে মোট ৪ টি বই এদিন প্রকাশিত হয়। সেই সঙ্গে এই দুবরাজপুর টাউন লাইব্রেরীর উন্নয়নে তিনি তাঁর সঞ্চিত অর্থ থেকে ২৫ হাজার টাকার চেক গ্রন্থাগার সম্পাদক শিক্ষক রামতনু নায়কের হাতে তুলে দেন। অনুষ্ঠানের মুখকথা পরিবেশনে রামতন নায়ক শ্রী চৌধুরীর বই প্রকাশের ইতিহাস কথা ও লাইব্রেরীর উন্নয়ন ভাবনায় আর্থিক সাহায্যের জন্য ভূয়সী প্রশংসা করেন। ৮৫ বছর বয়সী এই লেখকের তাঁর চিকিৎসক কর্মজীবন ও তাঁর লেখালেখির নানা কথা তুলে ধরেন পুরপিতা পীযূষ পাণ্ডে। এদিন কবিতা পাঠে অংশ নেন অবসরপ্রাপ্ত শিক্ষক তথা সাহিত্যিক সুনীল কর্মকার, লাইব্রেরী পরিচালন সমিতির সদস্য সন্তোষ পাল প্রমুখ। উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য, গ্রন্থাগার কর্মী তন্ময় দে সহ পরিচালন সমিতির সদস্য ও লাইব্রেরীর পাঠক সমাজ।