শম্ভুনাথ সেনঃ
কবিগুরুর বিশ্বভারতীর বাংলা বিভাগের উদ্যোগে আজ ২৩ মার্চ সাড়ম্বরে অনুষ্ঠিত হল ৩৫ তম পুনর্মিলন উৎসব। বিভাগীয় প্রধান ড. মানবেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন রবীন্দ্র ভবনের অধ্যক্ষ ড. অমল পাল, অধ্যাপক রবিন পাল প্রমুখ। বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বাংলা বিভাগের বিদ্যাভবন অঙ্গন ছিল উৎসব মুখর। উপস্থিত ছিলেন অন্তত ৪৫০ জন বর্তমান ও প্রাক্তন পড়ুয়া সহ গবেষক ছাত্র-ছাত্রীরা। প্রাক্তনীদের মধ্যে উপস্থিত ছিলেন ড. শ্রাবণী বসু, ড. অমর্ত্য মুখোপাধ্যায়, ড. রবিন ঘোষ, অপূর্ব সর সহ স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত অন্যান্য ব্যক্তিত্বরা। ছাত্র-ছাত্রীদের নৃত্য, গান, কথা, কবিতা এবং প্রাক্তনীদের স্মৃতিচারণায় পুনর্মিলন উৎসব হয়ে ওঠে আনন্দ মুখর। এদিন বাংলা বিভাগের উদ্যোগে “এষণা” স্মারক পত্রিকা প্রকাশিত হয়। দুপুরে মধ্যাহ্ন ভোজে মিলিত হয় ছাত্র-ছাত্রী থেকে গবেষক অধ্যাপকরা। সারাদিন ধরেই চলে নানা অনুষ্ঠান পর্ব। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় “ভানুসিংহ ঠাকুরের পদাবলী” ও পরশুরামের “উলট-পুরাণ”। তারপর নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।