নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
দীর্ঘ একমাস কেয়াম সাধনার পর তথা রমজান মাসের শেষে আজ বৃহস্পতিবার মুসলিম ধর্মাবলম্বী মানুষজন খুশির উৎসব ঈদ উৎসবে মেতে ওঠেন। জেলার অন্যান্য প্রান্তের ন্যায় খয়রাসোল ব্লক এলাকার মুসলিম অধ্যুষিত এলাকায় কারবালা প্রাঙ্গণে কোথাও বা মসজিদ প্রাঙ্গণে সমবেত হয়ে জামাত সহকারে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে পরস্পর পরস্পরের সাথে সালাম, শুভেচ্ছা ও কোলাকুলির পর্ব। এরপর বাড়ি বাড়ি গিয়েও সালাম শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি লাচ্ছা,সেমোই ইত্যাদি দিয়ে মিষ্টি মুখ করানো হয়। শান্তি শৃঙ্খলা, সম্প্রতি, ভাতৃত্ববোধ এবং বিশ্ব শান্তির জন্য নামাজ শেষে বিশেষ প্রার্থনা বা দোয়া খয়ের করা হয়।
ঈদ উপলক্ষে আজ ১১ এপ্রিল বীরভূমের মুরারই থানার পক্ষ থেকে মুরারই নতুন বাজার, ভাদিশ্বর, ডুমুরগ্রাম এমন সব এলাকায় অবস্থিত মসজিদের ইমামদের হাতে মিষ্টির প্যাকেট সহ ফুলের তোড়া তুলে দেওয়া হয়। সেই সঙ্গে পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয় ঈদের শুভেচ্ছা বার্তা। এমন শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভাদিশ্বর ঈদগা মাঠে উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক সুকান্ত চন্দ্র, মুরারই নতুন বাজার ঈদগা মাঠে ছিলেন থানার পক্ষ থেকে অভিষেক ঘোষ এবং বিপ্লব দত্ত উপস্থিত ছিলেন ডুমুরগ্রাম ঈদগাহ ময়দানে।
স্থানীয় যুবকদের সংগঠন “আশিকানে তাজুশ শারিয়া কমিটি”র পক্ষ থেকেও আজ রাজনগরের শিশুদের হাতে তুলে দেওয়া ঈদ উপহার। পাড়ায় পাড়ায় গিয়ে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়। উপহার হিসেবে ছিল পোশাক ও সিমাইয়ের প্যাকেট। উদ্যোক্তাদের তরফে সেখ কওসর জানান, ঈদের দিন শিশুদের মুখে হাসি ফোটাতেই তাদের এই উদ্যোগ। অন্যদিকে, উপহার পেয়ে স্বভাবতই খুশি শিশুর দল।