শম্ভুনাথ সেনঃ
নাবালক প্রেমিক প্রেমিকার ভালোবাসা। শেষ পর্যন্ত তারা বিয়েও করে। কিন্তু মেয়ের পরিবার মেনে নেয়নি। ঘটনাটি বীরভূমের দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের ডোমনাই গ্রামে। মেয়েটির নাম সুমিত্রা দাস বৈষ্ণব (১৬)। ছেলেটির নাম সঞ্জয় বাগদী (১৭)। বাড়ি দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রামে। তবে ছোটবেলা থেকে সঞ্জয় থাকতো ডোমনাই গ্রামে তার মামার বাড়িতে। পরে দুজনের মধ্যে গড়ে ওঠে ভালোবাসা। দিন দশেক আগে তারা গ্রাম ছেড়ে দুজনে পালিয়ে বিয়ে করে বলে পরিবার সূত্রে খবর। আশ্রয় নেয় রাজনগরে এক আত্মীয়ের বাড়িতে। এদিকে সুমিত্রার বাড়ি থেকে অভিযোগ দায়ের হলে, দুজনকেই গত ৭ এপ্রিল দুবরাজপুর থানায় নিয়ে আসা হয়। কিন্তু থানা ঢোকার আগেই তারা দুজনে বিষ খায়। থানায় এসে তারা বমি করতে শুরু করে। শেষ পর্যন্ত দুজনকেই দুবরাজপুর ব্লক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র মানসায়ের হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাদেরকে নিয়ে যাওয়া হয় সিউড়ি সদর হাসপাতালে। ওই দিনই সুমিত্রার মৃত্যু হয়। সঞ্জয় লড়তে থাকে মৃত্যুর সঙ্গে। শেষ পর্যন্ত আজ ১১ এপ্রিল সকালে সঞ্জয় বাগদির সিউড়ি সদর হাসপাতালে মৃত্যু হয়। ময়নাতদন্তের পর তার দেহ নিয়ে আসা হয় পণ্ডিতপুরে। পরে বক্রেশ্বর মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। এলাকায় নামে শোকের ছায়া।