বীরভূমের দক্ষিণগ্রামে চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাণফোঁড়া উৎসব

শম্ভুনাথ সেনঃ

শ্রদ্ধা, উৎসাহ আর আনন্দের সঙ্গে বীরভূম জেলার মানুষজনও মেতে উঠেছেন গাজন উৎসব ও নীল পুজোয়। বাস্তবে এই পুজোয় আরাধনা করা হয় দেবাদিদেব মহাদেবের। বীরভূমের ময়ূরেশ্বর ১ নং ব্লকের অন্তর্গত মল্লারপুর থানার দক্ষিণগ্রামে শিবের গাজন উপলক্ষে দীর্ঘদিন থেকে হয়ে আসছে বাণফোঁড়া অনুষ্ঠান। ২৮ চৈত্র দক্ষিণগ্রামের দিঘির ঘাট থেকে শৈব ভক্ত উপবাসীরা জিহ্বার মধ্যে বান ফোঁড়ে। তারপর ভক্ত বৃন্দরা উল্লাসে গ্রাম পরিক্রমা করার পর শিবমন্দির প্রাঙ্গণে এসে বাণগুলো মুক্ত করে। এবার অন্তত ১৫ জন ভক্ত বাণ ফোঁড়ায় অংশগ্রহণ করে। আর এই শিবের গাজন উপলক্ষে বাণ ফোঁড়া দেখতে সন্নিহিত কয়েকটি গ্রাম থেকে প্রায় ৫-৬ হাজার মানুষ দিঘির ঘাটে বিকেল চারটায় উপস্থিত হন। যারা বান ফোঁড়েন সেই সখা কোনাই, বুদ্ধদেব ধীবররা অন্যান্যবাবের মতো এবারও উপবাসী দেয়াশীদের জিহ্বায় বাণ ফোঁড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *