শম্ভুনাথ সেনঃ
এই চৈত্র সংক্রান্তির আগের দিন বীরভূমের দুবরাজপুর পৌরসভার ইসলামপুরে দীর্ঘদিন ধরেই অনুষ্ঠিত হয় জলকালী মায়ের পুজো। মায়ের মন্দিরের সামনে হোম, যজ্ঞ সহ দেওয়া হয় ছাগবলী। এই পুজো উপলক্ষে প্রতিবছর বসে ১ দিনের গ্রামীণ মেলা। এই জলকালী মায়ের পুজো অন্তত ৩০০ বছরের পুরোনো। এই পুজোর ইতিহাস নিয়ে জানিয়েছেন সেবায়েত কমিটির অন্যতম সদস্য পুরোহিত হরিপ্রসন্ন রায়। দুবরাজপুর সন্নিহিত গুন্ডোভা গ্রামের এই পুরোহিতরা পরম্পরা ভাবে এই জলকালী মায়ের পুজো সম্পন্ন করেন। বছরভর এই জলকালীতলায় ভক্ত পুণ্যার্থীদের সমাগম ঘটে। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজনের উপস্থিতিতে এই গ্রামীণ মেলা হয়ে ওঠে সম্প্রীতির এক মিলনক্ষেত্র।