শম্ভুনাথ সেনঃ
বাংলা বছরকে বিদায় জানাতে বীরভূমের শৈবতীর্থ গুলিতে শুরু হয়েছে শিবের উপাসনা। নীল ষষ্ঠী উপলক্ষে বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্যতম ৪০১ বছরের পুরোনো প্রাচীন শৈবক্ষেত্র খগেশ্বরনাথ শিব মন্দিরে আজ ২৯ চৈত্র সকাল থেকেই শুরু হয়েছে উদয়াস্ত হোম-মহাযজ্ঞ। গ্রামীণ সংহতি রক্ষায় মা ও মেয়েরা সমাজ সংসারের মঙ্গল কামনায় সন্ধ্যায় মিলিত হবে নীল বাতি নিয়ে। তেলের মারুতি দিয়ে মন্দির চত্বরে জ্বালানো হবে সন্ধ্যা প্রদীপ। খগেশ্বরনাথ শিবমন্দির এলাকায় গাজন উৎসব উপলক্ষে বসেছে দুদিনের গ্রামীণ চৈত্র মেলা। মা ও মেয়েরা সারাদিন উপবাসী থেকে তাদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে সন্ধ্যায় নীল বাতি জ্বালিয়ে ও তেলের মাড়ুলি দিয়ে উপবাস ভঙ্গ করেন। সকাল থেকেই মহাযজ্ঞের পাশাপাশি গীতাপাঠ ও হরিনাম সংকীর্তন শুরু হয়েছে। আর এই গ্রামীণ লোকায়ত উৎসবকে কেন্দ্র করে নেমেছে মানুষের ঢল।