
শম্ভুনাথ সেনঃ
গত ৬ দিন ধরে নিখোঁজ ছিল এক ভারসাম্যহীন গৃহবধূ। ৬ এপ্রিল মুরারই গ্রাম থেকে নুরেফা বিবি নামে এক ভারসাম্যহীন মহিলা নিখোঁজ হন। দীর্ঘ খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত পরিবারের পক্ষ থেকে মুরারই থানায় মিসিং ডায়েরি করা হয়। পুলিশি তৎপরতায় এই নিখোঁজ মহিলাকে আজ ১২ এপ্রিল মুরারই থানায় তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মুরারই থানার পুলিশ আধিকারিক অভিষেক ঘোষের নেতৃত্বে মড়গ্রাম থানার শেরপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। হারানো মেয়েকে ক’দিন পর আবার কাছে পেয়ে খুশি ব্যক্ত করেন তার পরিবারের মানুষজন। নিখোঁজ মেয়েটির বাবা আরসাদ সেখ সাংবাদিকদের সামনে এ তথ্য জানিয়েছেন।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম