বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর ভোট প্রচারে দুবরাজপুর বিধানসভা

শম্ভুনাথ সেনঃ

পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব ভারতের লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ১৮ তম লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে গোটা দেশ জুড়ে। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও ৭ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আমাদের বীরভূম জেলার ২ টি কেন্দ্রে আগামী ১৩ মে হবে ভোট গ্রহণ। ইতিমধ্যেই সমস্ত দলের প্রার্থীরা নেমে পড়েছে ভোটের ময়দানে। শুরু হয়ে গিয়েছে জোরকদমে প্রচার কর্মসূচি।

আজ ১২ এপ্রিল নির্ধারিত সুচি অনুযায়ী বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর দলীয় কর্মীদের নিয়ে সকাল থেকেই দুবরাজপুর বিধানসভা এলাকায় হুটখোলা জিপে করে প্রচার সারতে দেখা যায়। এদিন প্রথমেই সতীপীঠ বক্রেশ্বরে পায়ে হেঁটে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। পরে ঘাটগোপালপুর, রামপুর, প্রতাপপুর, লক্ষ্মীনারায়নপুর এমন সব গ্রামে গ্রামে জনসম্পর্ক অভিযানে সামিল হন। কখনো বা গাড়ি থামিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিসবাবু।সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোটদানের কথাও তাঁর মুখ থেকে শোনা যায়। পরে তিনি দুবরাজপুর পুরশহর পরিক্রমা করেন। এদিন সঙ্গে ছিলেন গতবারের এই কেন্দ্রের লোকসভার বিজেপি প্রার্থী বীরভূমের পরিচিত মুখ দুধকুমার মণ্ডল, দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপকুমার সাহা, জেলার সাধারণ সম্পাদক টুটুন নন্দী, বিজেপির আই.টি.সেলের ইনচার্জ ভাস্কর মণ্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *