
শম্ভুনাথ সেনঃ
লোকসভা নির্বাচন আর দেরি নেই। বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় জোর কদমে প্রচার চালাচ্ছেন। আগামীকাল ২২ এপ্রিল তৃণমূলের বোলপুর তপঃ লোকসভা কেন্দ্রের অসিতকুমার মাল এবং বীরভূম লোকসভা কেন্দ্রের শতাব্দী রায় মনোনয়নপত্র দাখিল করবেন বলে দলীয় সূত্রে খবর। আজ ২১ এপ্রিল নলহাটি বিধানসভা এবং মুরারই বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামে সকাল থেকেই প্রচারে বেরিয়ে পড়েন প্রার্থী শতাব্দী রায় সহ দলীয় কর্মী সমর্থকরা। গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন তিনি।

ধানগড়া মোড় কুশমোড় বাসস্ট্যান্ড, বাগিসপুর সহ মুরারই ২ নং ব্লকে কুশমোড় ১ নং অঞ্চলের মানুষের সঙ্গে তিনি কথা বলেন। রাস্তার দুই ধারে ছিল বহু মানুষের ঢল। নলহাটি বিধানসভা সুহদীঘি মোড় পেরিয়ে রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামেও এদিন তিনি প্রচারে যান। তীব্র দাবদাহ সত্বেও বহু মানুষ প্রার্থীর সঙ্গে মুখোমুখি কথা বলেন এদিন। বিগত নির্বাচন গুলির মত এবারেও তৃণমূলকে জয়ী করার আহ্বান জানান প্রার্থী।
