সেখ রিয়াজুদ্দিনঃ
অবৈধভাবে কয়লা পাচারকারীরা পুলিশের চোখে ধূলো দেওয়ার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পন্থা অবলম্বন করে চলেছে। জেলা পুলিশ তাদের কলাকৌশল থেকে গোপন আস্তানা খুঁজে বের করে অবৈধ কয়লা পাচার রোধ ও কয়লা বাজেয়াপ্তের খবর পাওয়া যাচ্ছে। সেরূপ লোকপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় থানার রুপুষপুর পঞ্চায়েতের ঝাড়খণ্ড সীমান্তবর্তী হাতিকাটা জঙ্গল এলাকায় অতর্কিতে হানা দেয় রবিবার দুপুরে। সেখানে অবৈধভাবে মজুদকৃত কয়লার সন্ধান পান এবং কয়লা গুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। বাজেয়াপ্ত করা কয়লার পরিমাণ ১২ টন। যদিও ঘটনার প্রেক্ষিতে কেউ ধরা পড়েনি। তবে অনুমান করা হচ্ছে এখানে অবৈধভাবে কয়লা মজুদের উদ্দেশ্য ছিল এবং এখান থেকেই সম্ভবত কোনো কৌশল অবলম্বন করে মজুদকৃত কয়লা গুলি অন্যত্র পাচারের ছককষছিল। পুলিশ তার আগেই তাদের পরিকল্পনা বানচাল করে এবং অবৈধভাবে মজুদকৃত কয়লা গুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে বলে সূত্রের খবর।