লোকসভা ভোটের সময় কেষ্ট দাকে মিস করা নেতাদের বলছি, চিন্তা করবেন না, সবাইকে কেষ্টদার পাশে পাঠিয়ে দেওয়া হবে- শতরূপ ঘোষ

সেখ রিয়াজুদ্দিনঃ

আগামী ১৩ মে বীরভূমের দুটি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।তাই ভোটের দিন যত ঘনিয়ে আসছে রাজনৈতিক নেতাদের তৎপরতা ততখানি বৃদ্ধি পাচ্ছে। না জানি সকাল থেকে রাত পর্যন্ত এমনকি সারাদিন প্রখর রৌদ্র মাথায় নিয়ে দলীয় প্রার্থীর সমর্থনে নিরন্তর ভোটের প্রচার অভিযান কর্মসূচি অব্যাহত।৪২-৪৫ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করেই সমস্ত রাজনৈতিক দল মাঠে ময়দানে অবতীর্ণ।সেরূপ বোলপুর লোকসভা কেন্দ্রে বাম- কংগ্রেস জোটের সিপিআইএম প্রার্থী শ্যামলী প্রধানের সমর্থনে রবিবার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় মল্লারপুরে। এদিন মল্লারপুর থানার বাহিনা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে সমগ্র বাজার এলাকা পরিক্রমা করে জমায়েত হয় বটতলা মোড়ে। সেখানে একটি পথসভাও অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সি পি আই এম পার্টির রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ, সিপিআইএম জেলা নেতৃত্ব দীপঙ্কর চক্রবর্তী, বলরাম চ্যাটার্জী, জোট প্রার্থী শ্যামলী প্রধান সহ অন্যান্য নেতৃত্ব। এদিন নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে শতরূপ বলেন যে, কেষ্টর জন্য যারা দুখ গাইছেন তাদেরকেও কেষ্টর পাশে পাঠানো হবে। তিনি আরও বলেন কেষ্ট মন্ডল আমাকে বলেছিল কলকাতায় বসে বড়ো বড়ো কথা বলছো ক্ষমতা থাকলে বীরভূমে পা রেখে দেখাও। বীরভূমের মাটি কি ওর বাপের সম্পত্তি? বীরভূমের মাটিতে পা রাখতে গেলে ওর কাছে ভিসা পাসপোর্ট নিয়ে আসতে হবে নাকি? তাই তৃণমূল নেতাদের বলছি যদি কেও দূর থেকে শুনতে পান তাহলে তাঁদের উদ্দেশ্যে বলছি – আমি এই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে আছি, তোদের কারো বাপের ক্ষমতা থাকলে কেষ্ট মন্ডল কে নিয়ে এসে এইখানে দাঁড় করা। এখন আবার পাটি অফিস গুলোতে বড়ো বড়ো চোর, গরু চোরের ছবি টাঙ্গাচ্ছে। আবার দেখছি টিভির সামনে বাইট দিচ্ছে আমাদের কেষ্ট দা আমাদেরকে ছেড়ে চলে গেছে। চক্রান্ত করা হচ্ছে, কেষ্টদার কথা খুব মনে পড়ছে। লোকসভা ভোটের সময় কেষ্ট দাকে খুব মিস করছি। তাদেরকে বলছি কোন চিন্তা করবেন না, যে যে কেষ্টদাকে মিস করছেন তাদের সবাইকে কেষ্টদার পাশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব বলে হুঁশিয়ারি দেন সিপিআইএম রাজ্য নেতৃত্ব শতরূপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *