
শম্ভুনাথ সেনঃ
দীর্ঘ প্রায় এক মাস গ্রীষ্মের প্রবল দাবদাহে হাঁসফাঁসের পর গতকাল রাতের বৃষ্টিতে অনেকটাই স্বস্তি পেয়েছে রাঙামাটির মানুষজন। তাপমাত্রার পারদও একধাক্কায় নেমেছে অনেকটা। গ্রীষ্মের টানা দহনে নাজেহাল অবস্থা হয়েছিল ভোট কর্মী, অফিস যাত্রী, খেটে খাওয়া ছোটখাটো ব্যবসায়ী থেকে সাধারণ মানুষজনের। বেশ কয়েকদিন তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ৪৪-৪৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে। গতকাল ৭ মে রাত সাড়ে ৯ টা নাগাদ ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় বীরভূম জেলা জুড়ে। তাপমাত্রার পারদ নেমে যাওয়ার ফলে আজ সকাল থেকেই জনজীবনে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। জেলা সদর সিউড়ির বুকে সেই বজ্রবিদ্যুত সহ ঝড়-বৃষ্টির ছবি রাতেই ধরা পড়েছে আমাদের ক্যামেরায়।
ছবি ও ভিডিও- মোহাম্মদ আমিন নাশীদ, সিউড়ি বীরভূম