
শম্ভুনাথ সেনঃ
দীর্ঘদিনের দ্বন্দ্ব মিটে যাওয়ায় গ্রামে রাস্তা ও নিকাশী ব্যবস্থা নির্মাণ হবে সে খবরই জানিয়েছেন দলীয় নেতৃত্ব। রাস্তা এবং ড্রেন তৈরি করা কে কেন্দ্র করে বহুদিন ধরেই টানাপড়েন চলছিল। একে অপরকে দোষারোপ করার ফলে থমকে যায় গ্রামীণ উন্নয়নের কাজ। জেলা পরিষদের অর্থে এবার সেই নির্মাণ সম্পন্ন হবে। তাতে এলাকার মানুষ খুশি ব্যক্ত করেছেন। উল্লেখ্য, ইলামবাজার ব্লকের চুনপলাশী গ্রামে দুপক্ষের দ্বন্দ্বের জেরে ড্রেন ও রাস্তা নির্মাণের কাজ ব্যাহত হয়। এক গ্রামবাসী আজিজুল হক মণ্ডল জানান বর্ষার বৃষ্টিতে ড্রেন না থাকায় গ্রামের রাস্তা জলে ডুবে যায়, পাকা রাস্তা না থাকার জন্য গ্রামের মানুষজন, স্কুল ছাত্র-ছাত্রীরা ওই রাস্তায় হেঁটে যেতে বেশিরভাগ সময়ই বিপাকে পড়েন। আজ ইলামবাজার ব্লক নেতৃত্ব গ্রামবাসীদের নিয়ে আলোচনা সাপেক্ষে দীর্ঘদিনের সমস্যা সমাধান হয়। ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দুলাল চন্দ্র রায় জানান রাস্তা এবং ড্রেন নির্মাণের কাজ খুব শিঘ্রই শুরু হবে।