শম্ভুনাথ সেনঃ
অষ্টাদশ লোকসভা নির্বাচনে চূড়ান্ত পর্বে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ আজ ১ জুন শেষ হয়েছে। এদিন সারাদেশে ৭ টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭ টি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ করা হয়। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। তাদের মধ্যে এ রাজ্যে (প.ব.) ৯টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রগুলি হল কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, সহ দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবার, যাদবপুর, জয়নগর, মথুরাপুর এবং উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট, বারাসাত, দমদম লোকসভা কেন্দ্র। এবার সারা দেশের মানুষ দিন গুণছেন চৌঠা জুনের অপেক্ষায়। ৪ জুন, মঙ্গলবার সারা দেশেই হবে ভোট গণনা। আমাদের বীরভূমে ভোট সম্পন্ন হয়েছে চতুর্থ দফায় গত ১৩ মে। কিন্তু শেষ দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ ১ জুন বীরভূম সন্নিহিত পাশের রাজ্য “ঝাড়খন্ডে”। তাই বীরভূম-ঝাড়খন্ড সীমানায় কেন্দ্রগুলিতে ক’দিন ধরেই জোর তল্লাশি চালানো হয়। ঝাড়খন্ড লাগোয়া বীরভূমের মুরারই-মহেশপুর রাস্তায় দুলান্দি, সোনারপাড়া চেকপোস্টে নাকা চেকিং পরিদর্শনে ছিলেন মুরারই থানার ওসি সাকিব সাহেব। তাছাড়া বীরভূম- ঝাড়খন্ড সীমান্ত আমজোড়া সংলগ্ন কেন্দুলিতেও চলে নাকা চেকিং।
ছবি: দীপু মিঞা, মুরারই; বীরভূম।