বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ ও ভক্তসেবা

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে ১ জুন মহামৃত্যুঞ্জয় হোম-যজ্ঞের আয়োজন করা হয়। এই নিয়ে এই মহাযজ্ঞ ৫ম বর্ষে পড়লো। উল্লেখ্য, ২৫ মে থেকে ৩১ মে সপ্তাহব্যাপী ভাগবত পাঠের আয়োজন করা হয়েছিল। ভাগবত পাঠ বিরামের পর এদিন “সত্যানন্দ মঞ্চে” এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করা হয়। বিশ্ব শান্তি, বিশ্বকল্যাণ ও নিরোগমুক্ত পৃথিবীর জন্য এই মহামৃত্যুজ্ঞয় যজ্ঞের আয়োজন হয় বলে জানিয়েছেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। এই মহাযজ্ঞে উপস্থিত ছিলেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি তথা প্রবীণ সন্ন্যাসী শ্রীমৎ স্বামী গৌরানন্দ মহারাজ, স্বামী মহাদেবানন্দ, স্বামী মহাদ্রুপানন্দ, স্বামী আত্মানন্দজী, ব্রহ্মচারী শুভ চৈতন্য মহারাজ সহ আশ্রম অনুরাগী বহু ভক্ত শিষ্যরা। হোম যজ্ঞে অংশ নেন আশ্রমের নিত্যপূজারী মধূসূদন চ্যাটার্জি। পৌরহিত্য করেন কোচবিহারের সিতাই শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের মঠাধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দজী মহারাজ। মৃত্যুঞ্জয় মহাযজ্ঞ সমাপনান্তে এদিন দুপুরে অন্তত দুই হাজার অনুরাগী ভক্ত-শিষ্য অন্ন প্রসাদ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *