সেখ রিয়াজুদ্দিনঃ
৫ জুন “বিশ্ব পরিবেশ দিবস”। সেই উপলক্ষে টুমোরোজ ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রাজনগর ব্লকের লাটুলতলা গ্রামে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। “আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পৃথিবী রক্ষা করি”- এই শ্লোগানকে সামনে রেখে পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরা হয় শিবিরে।
বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ প্রভাব আজ পরিলক্ষিত। অনাবৃষ্টি, খরা, ঘনঘন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে গাছপালা সহ প্রাণীকূল নানান ধরনের সমস্যায় জর্জরিত। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে জীবন ও জীবিকার উপর গভীর প্রভাব ফেলছে। এর পরিপ্রেক্ষিতে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে ব্যাপকভাবে উদ্যোগ গ্রহণ করা অপরিহার্য। বৃক্ষ রোপণ, বনভূমি রক্ষা, জলাভূমি পুনরুদ্ধার, জৈব ও প্রাকৃতিক মাটির গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে জনমানসে সচেতনতা বৃদ্ধি করা।পাশাপাশি মাত্রাতিরিক্ত প্লাস্টিক ও রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আনা। উক্ত কথা গুলির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজনগর-খয়রাশোল শাখার ফিল্ড কর্মী অমলেন্দু ঘোষ, টুম্পা চৌধুরী, মধূসুদন মন্ডল প্রমুখ।