বীরভূমের সদর সিউড়িতে “বীরভূম জিলা স্কুলে” বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

শম্ভুনাথ সেনঃ

প্রতি বছর ৫ জুন সারা পৃথিবী জুড়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়। এবার বিশ্ব পরিবেশ দিবসের থিম নির্ধারণ করা হয়েছে “ভূমি পুনরুদ্ধার মরু এবং খরা নিয়ন্ত্রণ”। সেই সঙ্গে স্লোগান— “আমাদের জমি, আমাদের ভবিষ্যত”।
সারা দেশের সঙ্গে এ রাজ্যের আমাদের জেলা বীরভূম জিলা স্কুলে নানা অনুষ্ঠানের মধ্য দিয়েই দিনটি উদযাপিত হয়।Project Life (Lifestyle for Environment) এই শিরোনামে ৫-১২ জুন বিদ্যালয়ে সামার ক্যাম্প আয়োজন করার জন্য রাজ্য প্রকল্প অধিকর্তার কাছ থেকে নির্দেশ এসেছে। এ তথ্য জানিয়েছেন বীরভূম জেলা হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দন সাহা। আজ ৫ই জুন এই কার্যপ্রক্রিয়ার সূচনা হলো । প্রতিদিন এক একটি থিমের উপর কর্মসূচি নেওয়া হয়েছে জেলা সদর সিউড়ীতে “বীরভূম জিলা স্কুলে” ।
৫ই জুন:- সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় জীবনশৈলী গ্রহণ করা (Adopt Healthy Lifestyle),৬ই জুন:- খাদ্য ব্যবস্থায় স্থায়িত্ব আনার প্রচেষ্টা (Adopt Sustainable Food System),৭ই জুন:- বৈদ্যুতিন বর্জ্য কমানো (ReduceE-Waste)৮ই জুন :- সাধারণ বর্জ্য কমানো (Reduce Waste)১০ই জুন:- শক্তি সংরক্ষণ ( Save Energy)১১ই জুন:- জল সংরক্ষণ(Save Water) এবং ১২ ই জুন:- পুনঃ ব্যবহারযোগ্য নয় এমন প্লাস্টিকের ব্যবহার কমানো (Say No to Single Use Plastic) এমন সুচি অনুযায়ী পালিত হবে বিশ্ব পরিবেশ সপ্তাহ।
উল্লেখ্য, আমাদের সকলের দৈনন্দিন জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে “পরিবেশ বাঁচাও” পরিকল্পনা। সুচি অনুযায়ী আজ প্রথম দিন ছাত্রদের উপস্থিতিতে শিক্ষক, শিক্ষাকর্মীরা বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব পালন করে। গাছ লাগানো ও তাকে সারাজীবনের প্রতিপালন করার অঙ্গীকার গ্রহণের মাধ্যমে পৃথিবীকে আরো বাসযোগ্য করার শপথ নিয়ে দিনটি উদযাপিত হয়।
বিদ্যালয়ের পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর বেশ কিছু ছাত্র আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনেকে ছাত্র নিজেরা চারা গাছ ও সাথে নিয়ে বিদ্যালয়ে আসে। ছাত্রদের সঙ্গে উপস্থিত ছিলেন জিলা স্কুলের প্রধান শিক্ষক চন্দন সাহা, শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান, মদনমোহন মণ্ডল, শোভন কুমার খান,সারথী দাস,প্রদীপ কুমার সাউ, রনজয় রায় সহ প্রাতঃ ও দিবা বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *