শম্ভুনাথ সেনঃ
লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পরেই বিজেপির কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীদের বিরূদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার গোয়ালা গ্রামে। আক্রান্ত বিজেপি কর্মীর নাম শ্রীকান্ত রুইদাস। তিনি বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ময়ুরেশ্বর বিধানসভার মল্লারপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোয়ালা গ্রামের বাসিন্দা। অভিযোগ, মঙ্গলবার ভোটের ফলাফল ঘোষণার পর গোয়ালা গ্রামে বিজয় মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। সেই মিছিল শেষ করে ফেরার পথে রাত্রি ১২ টা নাগাদ তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতিকারীরা তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে। সেই বোমার আঘাতে তার বাড়ির চাল ফেটে যায়। আতঙ্কিত হয়ে পড়েন বিজেপি কর্মী শ্রীকান্ত রুইদাস সহ পরিবারের লোকজনেরা। যদিও বোমা মারার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিকে বোমা ফাটার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।