
দীপককুমার দাসঃ
সদ্য সমাপ্ত লোকসভা সভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় জয়ী হয়েছেন। কিন্তু সিউড়ি পৌর এলাকার ১৪টি ওয়ার্ডে তৃণমূলকে পিছনে ফেলেছে বিজেপি। সিউড়ি পৌর এলাকায় তৃণমূল পেয়েছে ২৩৮৮৫টি ভোট, সেখানে বিজেপির প্রাপ্ত ভোট ৩০১৩৩. বাম-কংগ্রেস পেয়েছে ৪০২১টি ভোট। বিজেপি সিউড়ির পৌরসভায় ৬২৪৮ভোট তৃণমূলের চেয়ে বেশি পেয়েছে।সিউড়িতে খোদ চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের ওয়ার্ডে বিজেপি ১২৭ভোট বেশি পেয়েছে। ৩,৪,৫,৭,৮,১০,১৭ ওয়ার্ডে তৃণমূল বিজেপির চেয়ে বেশি ভোট পেলেও বাকি ওয়ার্ড গুলিতে বিজেপির ভোটের চেয়ে কম ভোট পেয়েছে তৃণমূল। ১নং ওয়ার্ডে বিজেপি তৃণমূলের চেয়ে ২১৩৬ভোট বেশি পেয়েছে। ২নং ওয়ার্ডে ১১৫২, ৬নং ওয়ার্ডে ৯৩৩, ৯নং ওয়ার্ডে ৫০০, ১১নং ওয়ার্ডে ৭৮, ১২নং ওয়ার্ডে ১২৭, ১৩ নং ওয়ার্ডে ১৪১, ১৫নং ওয়ার্ডে ৫৭৯, ১৬ নং ওয়ার্ডে ৭১৯, ১৮ নং ওয়ার্ডে ২২, ১৯ নং ওয়ার্ডে ৭৫১, ২০ নং ওয়ার্ডে ৬৩৫, ২১ নং ওয়ার্ডে ৩৮৩ ভোট বিজেপি তৃণমূলের চেয়ে বেশি পেয়েছে। অপরদিকে ৩ নং ওয়ার্ডে তৃণমূল বিজেপির চেয়ে ৪৭০, ৪নং ওয়ার্ডে ৫৪, ৫নং ওয়ার্ডে ১০৩৯, ৭নং ওয়ার্ডে ৩৮, ৮নং ওয়ার্ডে ৩৯৯, ১০নং ওয়ার্ডে ১০৭, ১৭নং ওয়ার্ডে ১৫৯ টি ভোট বেশি পেয়েছে।