শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সিউড়ি এক নম্বর ব্লকের কড়িধ্যা গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হল। উল্লেখ্য, ১৭ সদস্যের এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি সদস্য ছিল ৯ জন। সেই হিসেবে এই পঞ্চায়েত দখল করেছিল বিজেপি। উপপ্রধান ও অন্য এক সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় এই কড়িধ্যা পঞ্চায়েত এখন শাসকদল তৃণমূলের দখলে। যদিও বিজেপির দাবি পঞ্চায়েত নিয়ম অনুযায়ী আড়াই বছরের মধ্যে বোর্ড পরিবর্তন করা যায় না। তাই আপাতত পঞ্চায়েত পরিচালনা করবে বিজেপি।
উল্লেখ্য, গত ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে কড়িধ্যায় ১৭ টি আসনের মধ্যে ৯ টি আসনে জয়লাভ করে বিজেপি। তৃণমূল পায় ৮ টি আসন। ফলে বিজেপি বোর্ড গঠন করে। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই এই পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জীব বাগ্দী ও অন্য এক সদস্য বরুণ অঙ্কুর যোগ দিলেন তৃণমূলে। সিউড়ি বিধানসভার তৃণমূলের বিধায়ক বিকাশ রায়চৌধুরীর হাত থেকে তারা তৃণমূলের পতাকা নিয়ে দল বদল করেন। ফলে তৃণমূলের সদস্য বেড়ে হল ১০। সংখ্যাগরিষ্ঠ না থাকার কারণে এই পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। এই ঘটনায় দুঃচিন্তায় গেরুয়া শিবির। সম্প্রতি লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করেছে কড়িধ্যায়। এগিয়ে শাসক তৃণমূলের থেকে। তা সত্ত্বেও কেন দলত্যাগ?
দলত্যাগীরা জানিয়েছেন, চারিদিকে তৃণমূলের জয়জয়াকার “আমরা তাই উন্নয়নের শরিক হতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম”। নিয়ম অনুযায়ী আপাতত পঞ্চায়েত বোর্ড থাকছে বিজেপির হাতেই। তবে তৃণমূলের তরফে জানানো হয়েছে, সিউড়ি ১ নম্বর ব্লকের বিডিওর কাছে দ্রুত অনাস্থা প্রস্তাব আনা হবে।