শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুই মেধাবী পড়ুয়ার হাতে কম্পিউটার তুলে দিলেন বোলপুরের অ্যাডিশনাল এসপি রানা মুখোপাধ্যায়। উল্লেখ্য, এবার মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধাতালিকায় তৃতীয় মেয়েদের মধ্যে প্রথম হয়েছে বীরভূমের ইলামবাজার নিউ ইন্ট্রিগেটেড গভঃ স্কুলের ছাত্রী পুষ্পিতা বাঁশুরী। তার প্রাপ্ত নাম্বার ৬৯১। বাড়ি ইলামবাজার ব্লকের কামারপাড়া। বাবা সত্যনারায়ণ বাঁশুরি গৃহ শিক্ষকতা করেন, মা একটি বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা। অন্যদিকে এই বিদ্যালয়ে ৬৩৬ নাম্বার পেয়ে দ্বিতীয় হয়েছে দেবজিৎ মাজি। তার বাবা মধুসূদন মাজি ইলামবাজার সংলগ্ন ধল্লা গ্রামে রয়েছে একটি ছোট্ট মুদিখানার দোকান। দুজনেই একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে। উল্লেখ্য, উচ্চশিক্ষার জন্য কম্পিউটার এখন জরুরি। কিন্তু তাদের সংসারে অভাব অনটন থাকায় তাদের অভিভাবকরা কম্পিউটার কিনে দিতে অসমর্থ। সংবাদ মাধ্যমে এই মেধাবী ছাত্রদের কথা জানতে পেরে এগিয়ে এসেছেন এমন এক শুভানুধ্যায়ী মানুষ। ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন বোলপুরের অ্যাডিশনাল পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়। গতকাল ১০ জুন ইলামবাজারের এই স্কুলে একটি অনুষ্ঠানে তাদের দুজনের হাতেই কম্পিউটার তুলে দেন। স্কুলের প্রধান শিক্ষক দীপগোপাল মুখোপাধ্যায় জানিয়েছেন, রানাবাবুর এমন মানবিক ভূমিকায় শুধুমাত্র দুটি পরিবার নয়, খুশি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে গোটা এলাকার মানুষ।