
দীপককুমার দাসঃ

গতকাল সন্ধ্যায় প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত মহঃ বাজার ব্লকের তিনটি গ্রামের প্রায় তিন শতাধিক বাড়ি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড়ে মহম্মদবাজার ব্লকের পুরাতনগ্রাম পঞ্চায়েতের সালুকা, কবিলনগর ও মকদমনগর গ্রামের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের দাবি, এদিনের ঝড়ে তিনটি গ্রামের কমবেশি প্রায় ৩০০ টি বাড়ি ও ৮ টি পোল্ট্রি ফার্মের ক্ষতি হয়েছে। অধিকাংশ বাড়ির খড়ের চাল ও টিনের চাল উড়ে গিয়েছে। ফলে বাড়ির মধ্যে থাকা ফ্যান, টিভি, জামাকাপড়, খাবার সামগ্রীর সহ বিভিন্ন জিনিসপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি পোল্ট্রি ফার্মগুলো ভেঙে পড়ায় অনেক মুরগির বাচ্চারও ক্ষতি হয়েছে। গত কাল রাত থেকে স্থানীয় স্কুল ঘরেই কাটাতে হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের। এছাড়াও ভেঙে পড়েছে বড় বড় গাছ ও বিদ্যুতের খুঁটি। যারফলে রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাম। সকাল থেকেই গ্রামে পৌঁছেছে প্রশাসনিক আধিকারিকেরাও এবং যে সমস্ত বাড়িগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তা তদন্ত করে সকলকে দ্রুত সহযোগিতার আশ্বাস দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকেও। মহঃ বাজারে পঞ্চায়েতে সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সোমনাথ ঘোষ জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছি। কিছু ত্রিপল ও ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দেওয়া হয়েছে।
