বিশ্ব রক্তদাতা দিবসে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে রক্তদান শিবির রামপুরহাটে

শম্ভুনাথ সেনঃ

১৪ জুন দিনটি “বিশ্ব রক্তদাতা দিবস” হিসেবে চিহ্নিত। যারা স্বেচ্ছায় রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদের সহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এই দিবস পালনের উদ্দেশ্য। উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক স্তরে রক্তদাতা দিবস পালিত হচ্ছে। আসলে রক্তদান মানে পরোক্ষে জীবন দান। সুখের কথা স্বেচ্ছায় রক্তদানে দিন দিন সাধারণ মানুষের উৎসাহ বাড়ছে। ইদানিং এই রক্তদানে পুলিশ প্রশাসন এগিয়ে এসেছে।

আজ ১৪ জুন বীরভূম জেলা পুলিশের উদ্যোগে উৎসাহের সঙ্গে “বিশ্ব রক্তদাতা দিবস” উদযাপিত হয়। রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকের অফিস প্রাঙ্গনে “উৎসর্গ” নামে একটি রক্তদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ আধিকারিক, কর্মী,সিভিক ভলেন্টিয়ার সহ সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা মিলে ৮৪ জন এদিন স্বেচ্ছায় রক্ত দান করেন। তাদের মধ্যে ছিলেন একজন মহিলা। রক্তদান শেষে রক্ত দাতাদের হাতে শংসাপত্র সহ একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার, মহকুমা আধিকারিক সৌরভ পাণ্ডে, রামপুরহাট সিআই মনিরুল ইসলাম, রামপুরহাট থানার আই সি সুকোমল ঘোষ,মারগ্রাম থানার ওসি মিকাইল মিঞা, মল্লারপুর থানার ওসি রাজকুমার দাস, ময়ূরেশ্বর থানার ওসি অনিল কুমার এমন আটটি থানা এলাকার আধিকারিকরা এদিন উপস্থিত ছিলেন। রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার এ তথ্য জানিয়েছেন। রামপুরহাট ব্লাড সেন্টার এই রক্ত সংগ্রহ করে। উল্লেখ্য, এদিন এই রামপুরহাট ব্লাড সেন্টারে যারা বছরভর রক্ত সংগ্রহ করে তারা নিজেরাই উদ্যোগী হয়ে এলাকার রক্তদাতা সংগঠক সদস্যদের নিয়ে রামপুরহাট পাঁচমাথা মোড় থেকে একটি পদযাত্রায় সামিল হয়। সেই সঙ্গে ব্লাড সেন্টারের ভবনে অনুষ্ঠিত হয় সচেতনতা শিবির। এদিন এই ব্লাড সেন্টারের কর্মকর্তা সহ সংগঠক আয়োজকরা নিজেরাই স্বেচ্ছায় রক্তদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *