
শম্ভুনাথ সেনঃ
স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে প্রতিষ্ঠা হয়েছিল বিশ্বভারতী সমবায় ব্যাংক। সালটা ছিল ১৯২৭। তবে তা এখন দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে। বহুদিন ধরে কোঅপারেটিভ পরিচালন সমিতির নির্বাচন হয়নি। সমিতির গ্রাহক, সদস্যরা পাচ্ছেন না সুষ্ঠ পরিষেবা। লগ্নীকারীরা লভ্যাংশ থেকে বঞ্চিত। এমন নানা গুরুতর অভিযোগকে সামনে রেখে আজ ১৪ জুন সমবায় ব্যাংক বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখান গ্রাহক ও লগ্নিকারীরা। হাতে প্লে কার্ড নিয়ে নানা দাবিতে তারা স্লোগান তোলেন।বিশ্বভারতীর একসময়ের ছাত্রনেতা ভ্রমর ভাণ্ডারীর নেতৃত্বে এই বিক্ষোভ আন্দোলনকে ঘিরে কবিগুরুর শান্তিনিকেতন হয় অশান্ত। উল্লেখ্য, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে ১৯২৭ সালে বিশ্বভারতীতে পথ চলা শুরু করে এই সমবায় ব্যাংক। বিশ্বভারতীর কর্মী, আধিকারিক থেকে অধ্যাপকরা অধিকাংশই এই সমবায়ের গ্রাহক। সমিতির সদস্যদের সুবিধার্থে ঋণ গ্রহণ থেকে শুরু করে বিনিয়োগ সকল ব্যবস্থা রয়েছে এই সমবায়ে। অথচ দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে। নির্বাচন বন্ধ, গ্রাহকরা ন্যায্য পরিষেবা থেকে বঞ্চিত। যারা লগ্নি করেছেন প্রাপ্য লভ্যাংশ পাচ্ছেন না, আবেদন করেও মিলছে না ঋণ। এমন নানান অভিযোগ তুলে বিশ্বভারতীর কো-অপারেটিভ সমবায় ব্যাংকে বিক্ষোভ দেখান গ্রাহকরা। খুব স্বাভাবিকভাবেই বিশ্বভারতীর কর্মী, আধিকারিক, মাস্টারমশাইদের এই বিক্ষোভকে ঘিরে অশান্ত হয়ে ওঠে বিশ্বভারতী এলাকা।
