শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমের উদ্যোগে ১৬ জুন একটি নয়া চক্ষু হাসপাতালের উদ্বোধন হলো। দুবরাজপুর পৌরসভার ১৪ নং জাতীয় সড়কের ধারে হেতমপুর পঞ্চায়েতের পুষ্টি বাগান সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে এই চক্ষু হাসপাতাল। উল্লেখ্য, বছর খানেক আগেই এখানে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রম প্রতিষ্ঠিত হয়। এদিন উদ্বোধক রূপে উপস্থিত ছিলেন বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হিমাদ্রি কুমার আড়ি। প্রধান অতিথির আসন অলংকৃত করেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে।এছাড়া গৌরবময় অতিথিরূপে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের ডেপুটি স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশিস রায়, এলাকার বিশিষ্ট চিকিৎসক ডাঃ শ্যামাপ্রসাদ মিশ্র, পণ্ডিতপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সদাত্মামানন্দ মহারাজ, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রফিউল খান সহ বিশিষ্টজনেরা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখকথা পরিবেশন করেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমের প্রতিষ্ঠাতা তথা শীর্ষসেবক স্বামী অশেষানন্দ মহারাজ ওরফে রাজু মহারাজ। তিনি চক্ষু হাসপাতালের প্রয়োজন ও পরিকল্পনার কথা শ্রোতা দর্শকদের সামনে তুলে ধরেন। উদ্বোধক জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন বেসরকারি উদ্যোগে হাসপাতাল উদ্বোধন হলেও আমরা প্রয়োজনে সরকারি ভাবে যথাসম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেব। অনুষ্ঠানের প্রধান অতিথি দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে তাঁর বক্তব্যে আশ্রমের পরিকাঠামোর ক্ষেত্রে যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেবার আশ্বাস দেন। এই চক্ষু হাসপাতালের মাধ্যমে স্থানীয় দুবরাজপুর ছাড়াও খয়রাশোল সহ জেলার এবং পাশ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের মানুষজন উপকৃত হবেন বলে এলাকার মানুষের দাবি।