বীরভূমের দুবরাজপুর “সেঁজুতি” নাট্য সংস্থার তৃতীয় জন্ম জয়ন্তী ও সাংবাদিক সম্মাননা উৎসব

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর “সেঁজুতি” নাট্য সংস্থার তৃতীয় জন্ম জয়ন্তী সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। সেই সঙ্গে সেঁজুতি প্রযোজিত “বিজয়িনী” নাটকের ২৫ তম মঞ্চায়ণ।এই উপলক্ষ্যে ১৬ই জুন সন্ধ্যা ৭টায় দুবরাজপুর পৌরসভার শীততাপ নিয়ন্ত্রিত সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের বিশেষ সম্মাননা অনুষ্ঠান ও নাটক পরিবেশিত হয়। এই অনুষ্ঠানে গৌরবময় অতিথিরূপে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পুরপ্রধান পীযূষ পাণ্ডে সহ দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ, অধ্যাপক ড. রবিন ঘোষ, বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য, নাট্য প্রেমী সুরভী বক্সী, অবসরপ্রাপ্ত শিক্ষক ড. নীলমাধব নাগ, শিক্ষক অরিন্দম চ্যাটার্জী সহ বিশিষ্ট জনেরা। এদিন বক্তব্যে সেঁজুতির ভূয়সী প্রশংসা করেন পুরপ্রধান পীযূষ পাণ্ডে। এলাকার ৬ জন সাংবাদিকের হাতে তুলে দেওয়া হয় সেঁজুতি সম্মাননা স্মারক। এছাড়া সমাজযোদ্ধা হিসেবে কাজের নিরিখে প্রচেষ্টা নামক স্বেচ্ছাসেবী সংগঠন, মনুষ্যত্ব গ্রুপ, রাহুল নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধারদের হাতে তুলে দেওয়া হয় সেঁজুতি সম্মান। তারপরই বারাসাত নারকেল ডাঙ্গা নাট্যসংস্থা স্বপ্নীল প্রযোজনায় মঞ্চস্থ হয় নাটক ‘নন-থিয়েটারিক্যাল’। পরে একই মঞ্চে সেঁজুতি নাট্য সংস্থা মঞ্চস্থ করে তাদের ২৫ তম প্রযোজনা ‘বিজয়িনী ‘নাটক। যার নির্দেশনায় ও মুখ্য ভূমিকায় ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা কর্ণধার সুমনা চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *