শম্ভুনাথ সেনঃ
আষাঢ়স্য প্রথম দিবসে বীরভূমের বোলপুর সংলগ্ন মুলুক ভারত সেবাশ্রম সঙ্ঘে সাহিত্যবাসর ও বইপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাহিত্যপ্রেমী এক অবসরপ্রাপ্ত শিক্ষক জীতেন্দ্র নাথ নন্দীর সম্পাদনায় ‘মা’ নামক একটি সংকলন গ্রন্থ এদিন প্রকাশিত হয়। প্রতিটি মায়ের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনে এ এক অভিনব প্রয়াস। এই উপলক্ষে ১৬ জুন মুলুক ভারত সেবাশ্রম সঙ্ঘে বসে চাঁদের হাট। কবি, সাহিত্যিক, শিল্পী, গুনীজনের সমাবেশ। ৬৬ জনের কলমে সংকলন গ্রন্থটি কবিতা, প্রবন্ধ, নিবন্ধে সমন্বিত। অনুষ্ঠান মঞ্চে সভাপতির আসন অলংকৃত করেন ভারত সেবাশ্রম সংঘের শীর্ষসেবক শান্তি মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড.পার্থসারথি মুখোপাধ্যায়। জেলার অন্যতম লোকসংস্কৃতি গবেষক ড. বাদল সাহা ও ‘রাঢ় ভাবনা’ পত্রিকার সম্পাদক সৌরেন্দ্র নাথ চট্টোপাধ্যায় গৌরবময় অতিথিরূপে উপস্থিত ছিলেন। এদিন উপস্থিত কবি, সাহিত্যিক, শিল্পী, কলাকুশলীরা কথায়, কবিতায়, গানে যেন জীবন্ত মাতৃ মূর্তিতে নিবেদন করেন ভক্তির অর্ঘ্য। জীতেনবাবুর এই অভিনব উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান। অনুষ্ঠানের শুরুতেই জিতেনবাবু তার এই “মা” সংকলন গ্রন্থের প্রেক্ষাপট তুলে ধরেন। সাংবাদিক সনাতন সৌ প্রথম থেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন এ কথা তিনি বক্তব্যে জানান অকৃপণভাবেই। উল্লেখ্য, তার সহধর্মিনী কল্পনা নন্দীর অকাল প্রয়াণে তার এই সংকলন গ্রন্থ প্রকাশ ভাবনা এই বইতে। কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক প্রত্যেকের লেখনিতে ফুটে উঠেছে মা’য়ের কথা। এদিন এই বই প্রকাশ অনুষ্ঠানে বেশ অনেকজন লেখক উপস্থিত ছিলেন। জেলার বুকে অন্যতম এক বলিষ্ঠ সঞ্চালক বিজয়কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।