শম্ভুনাথ সেনঃ
চলে গেলেন বীরভূমের এক খ্যাতনামা বর্ষীয়ান চিকিৎসক ডাঃ প্রভাত কুমার মিত্র। বিশেষ করে দুবরাজপুর এলাকার মানুষের কাছে তিনি ছিলেন ভগবান। বুড়ো ডাক্তার নামেই তাঁর পরিচিতি ছিল বেশি। গত ২২ জুন দুবরাজপুরে তাঁর নিজ বাসভবনে দুপুর আড়াইটা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে নামে শোকের ছায়া। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য সহ দুবরাজপুরের বর্তমান চিকিৎসকরা এবং এলাকার অগণিত ডাক্তারবাবুর ভালোবাসার মানুষজন। উল্লেখ্য, ডাক্তার প্রভাত কুমার মিত্র বীরভূমের খয়রাশোল ব্লকের বড়রা গ্রামে বনেদি ডাক্তার পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সালে তিনি এমবিবিএস পাস করেন। বাবা কনককান্তি মিত্র,দাদা গোপিকারঞ্জন মিত্র ছিলেন তৎকালীন নামকরা ডাক্তার। দীর্ঘ ৭ দশক দুবরাজপুর এলাকায় তিনি চিকিৎসক হিসেবে জীবন উৎসর্গ করেন। ইদানিং বয়সের ভারে তিনি হয়ে পড়েন ন্যুব্জ। অগণিত ভালবাসার মানুষের চোখের জলে তাঁকে শেষ বিদায় জানানো হয়। পরে বক্রেশ্বর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।