শম্ভুনাথ সেনঃ
সম্প্রতি শেষ হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। বীরভূমের দুটি আসনেই শাসক তৃণমূলের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে বিজেপি। এই পরাজয়ের কারণ খতিয়ে দেখতে এবং আগামী দিনে সংগঠনকে মজবুত করার নানা পরিকল্পনা নিয়ে ২৩ জুন বিজেপির জেলা কার্যালয় সিউড়িতে বৈঠকে বসে বিজেপি নেতৃত্ব। বীরভূম লোকসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা নিয়ে বিশেষ বৈঠকে মিলিত হয় বীরভূম জেলা বিজেপির সাংগঠনিক কর্মকর্তারা। এই দলীয় পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা বীরভূম বিজেপির প্রধান জেলা কর্মকর্তা জগন্নাথ চট্টোপাধ্যায়, বীরভূমের একমাত্র বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, রাজ্য বিজেপির সহ-সভাপতি শ্যামাপদ মণ্ডল, বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, প্রাক্তন দুই জেলা সভাপতি দুধকুমার মণ্ডল ও রামকৃষ্ণ রায় সহ জেলা ও মণ্ডলের নেতৃত্ব বৃন্দ।