বীরভূম জেলা ব্যাপী একদিনের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সদর সিউড়িতে

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের সিউড়ি দাবা প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে ২৩ জুন বীরভূম জেলা ব্যাপী একদিনের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিউড়ি চৈতালী মোড় সংলগ্ন বীরভূম সমবায় ও কৃষি ব্যাংকের দ্বিতল কক্ষে বেলা সাড়ে ১০ টা নাগাদ এই প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতায় সাঁইথিয়া, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, বোলপুর এমন জেলার বিভিন্ন প্রান্তের প্রতিযোগিরা অংশগ্রহণ করে। উল্লেখ্য, স্বর্গীয় অমিয় নিমাই চ্যাটার্জির স্মৃতিতে এবার এই দাবা প্রতিযোগিতা তৃতীয় বর্ষে পড়লো। খেলা হয় (RAPID) ফরমেটে, ৫ রাউন্ডে। সময় নির্ধারিত হয় ১৫/১৫ মিনিট। সবার জন্য ছিল পুরস্কার ও সার্টিফিকেট। বালক/বালিকা মিলিয়ে বিভাগ ও বয়সভিত্তিক অনূর্ধ্ব ৮, অনূর্ধ্ব ১০, অনূর্ধ্ব ১২, অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৯ এবং সর্বসাধারণের জন্য মোট ছটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নবীন প্রবীণ সব বয়সের প্রতিযোগীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। প্রত্যেক গ্রুপের জন্য দেওয়া হয় আলাদা আলাদা পুরস্কার। মুখ্য বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তাপস বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি সন্দীপ পাল, ব্যাংকের ম্যানেজার নৈমুর উদ্দিন রহমান প্রমুখ। বীরভূম জেলা দাবা সংস্থার সম্পাদক তথা শিক্ষক বিজয় সাউ জানান, এই প্রতিযোগিতার স্থানাধিকারীরা আগামী রাজ্যস্তর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *