বীরভূমের সিউড়ি রবীন্দ্র সদনে “স্বামী বিবেকানন্দ তর্পণ” অনুষ্ঠান

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের সিউড়ি “তবলা একাদেমি” ও উচ্চারণ এর আয়োজনে অনুষ্ঠিত হল “দৈনন্দিন জীবনে বিবেকানন্দ” শীর্ষক এক মনোজ্ঞ আলোচনা সভা। ২৩ জুন সন্ধ্যায়, জেলা সদর সিউড়ি “রবীন্দ্র সদন” শীততাপ নিয়ন্ত্রিত প্রেক্ষাগৃহে এই আলোচনায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিবেকানন্দ গবেষক তথা সাংবাদিক তরুণ গোস্বামী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের অছি পরিষদের সদস্য ও সম্পাদক তথা স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের কর্ণধার স্বামী জ্ঞানালোকানন্দজী মহারাজ। প্রথমেই ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন এবং মাঙ্গলিক দীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আবৃত্তি শিল্পী বামদেব মুখোপাধ্যায়ের নির্দেশনায় এই আরত্রিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে উচ্চারণ গোষ্ঠীর শিল্পী ও কলাকুশলীরা। পরে সিউড়ি তবলা একাদেমির শিশু শিল্পীরা তবলা লহড়ায় স্বামীজীর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে।

পরে শুরু হয় দুই বক্তার মনোজ্ঞ আলোচনা। সাংবাদিক তরুণ গোস্বামী তার চল্লিশ মিনিটের বিস্তৃত তথ্য সমৃদ্ধ ভাষণে তুলে ধরেন “স্বামীজিকে আজও কেন প্রয়োজন”! পরে আলোচনায় অংশগ্রহণ করেন স্বামী জ্ঞানালোকানন্দজী মহারাজ। তিনি তাঁর এক ঘণ্টার বক্তব্যে স্বামীজীর জীবনকথা আদর্শ এবং আমাদের জীবনে তাঁর প্রাসঙ্গিকতা তুলে ধরেন। প্রেক্ষাগৃহ পরিপূর্ণ গুণমুগ্ধ শোতা দর্শকরা উজ্জীবিত হয় তাঁদের বক্তব্যে। গীতি আলেখ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রথম থেকে অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আবৃত্তি শিল্পী তথা শিক্ষক সন্দীপন রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *