শম্ভুনাথ সেনঃ
অন্যান্য বছরের মত এবারও বীরভূমের বোলপুরে একটি বেসরকারি হোটেলের সভাকক্ষে একটি মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।’প্রতীচী ট্রাস্টের উদ্যোগে (ইণ্ডিয়া)’ “কেন স্কুলে যায়: সহযোগিতার সহজ পাঠ” শীর্ষক আলোচনায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান তথা নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক জঁ দ্রেজ সহ রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়ারা।
প্রতীচী ট্রাস্টের (ইণ্ডিয়া) আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “শিক্ষায় তেমনভাবে জোর না দিলে দেশের বেকার সমস্যার সমাধান করা যাবে না”। শিক্ষায় জোর দেওয়া হচ্ছে না বলে তিনি আক্ষেপ করেন। ভারতীয় ন্যায় সংহিতা নিয়েও এদিন কড়া সমালোচনা করেন বর্ষীয়ান এই অর্থনীতিবিদ৷ তিনি বলেন, ‘সংবিধান পরিবর্তন করতে সংসদে যে সকল বিষয় আলোচনার প্রয়োজন ছিল তা করা হয়নি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তাঁর এই মত ব্যক্ত করেন। লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে তিনি বলেন,’ভারতবর্ষকে হিন্দুরাষ্ট্র করার প্রচেষ্টা কিছুটা আটকানো গেছে।
তিনি বলেন, “স্কুলে পর্যন্ত আলোচনা পৌঁছে গিয়েছিল, ভারতবর্ষকে কিভাবে হিন্দুরাষ্ট্র করা যায়। তিনি কটাক্ষের সুরে বলেন যেখানে রাম মন্দির নির্মাণ হল সেখানে একজন সেকুলার দলের প্রার্থী, হিন্দু রাষ্ট্র গড়ার প্রার্থীকে হারিয়ে দিয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ! এভাবেই এদিন আলোচনায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সমালোচনা করেন অধ্যাপক অমর্ত্য সেন।