পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হলো ফুটবল প্রতিযগিতা, লোকপুরে

বিপিন পালঃ

ভারত জাকাত মাঝি পারগানা মহল ও খয়রাশোল মুলুক জুয়ৌন মহলের পরিচালনায়, গঙ্গারামচক এন্ড গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড, গঙ্গারামচক এন্ড গঙ্গারামচক ভাদুলিয়া মাইনস এর আয়েজনে, বাস্তবপুর গ্রামবাসীদের সহযোগিতায় এদিন ৫ জুলাই বীরভূম জেলার লোকপুর থানার বাস্তবপুরে ঐতিহাসিক হুল মাহা ও হুল দিবস উপলক্ষে ৮টি ফুটবল দলকে নিয়ে দুইদিনের ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। এদিন শুক্রবার জাতীয় পতাকা উত্তোলন, সিধু কানুর মর্মর মূর্তিতে মাল্যাদান, পায়ে ফুটবল ঠেলে উপস্থিত বিশিষ্টজনেরা খেলার সূচনা করেন। এদিন শনিবার ফাইনাল খেলায় আদিবাসী খিরোদ গাঁওতা একাদশ বিধান দুর্গাপুর দলকে ১গোলে পরাজিত করে বিজয়ী হয় ।অন্যদিকে ছয়টি মহিলা ফুটবল দলকে নিয়ে প্রীতি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়। মহিলা ফুটবল খেলায় নীলপুর স্পোর্টিং ক্লাব কিসকু মারডি একাদশ দলকে ১গোলে পরাজিত করে বিজয়ী হয়। পুরুষ বিজয়ী দলকে ৩০০০০(ত্রিশ হাজার) টাকা ও ট্রফি, বিজিত দলকে ২০( কুড়ি হাজার) টাকা ও ট্রফি পুরস্কৃত করা হয়। মহিলা ফুটবল দলের খেলায় বিজিত দলকে ১০০০০(দশ হাজার) টাকা ও ট্রফি, বিজিত দলকে ৭০০০ (সাত হাজার)টাকা ও ট্রফি ছাড়াও মহিলা ও পুরুষ দলের ফাইনাল খেলা চারটি দলের খেলোয়ারদের মধ্যে ম্যান অফ দি সিরিজ, ম্যান অফ দি ম্যাচ, বেষ্ট প্লেয়ার, বেষ্ট গোলকিপারকে জার্সি পুরস্কৃত করা হয়। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন D S P হেডকোয়ার্টার তৌহিদ আনোয়ার, লোকপুর থানার ও সি পার্থ কুমার ঘোষ উর্দ্ধতন কর্তৃপক্ষ G M P L সন্দীপ দত্ত, ম্যানেজার বিধান চন্দ্র খাঁ, সমাজসেবী মনোজ মন্ডল, মূল উদ্যোক্তা রবিলাল হেমব্রম, শিবলাল মারান্ডী, লক্ষীশ্বর বেশরা, জয়দেব মুর্মু, বিশিষ্ট সমাজসেবী মনোজ মন্ডল সহ বিশিষ্টজনেরা, উদ্যোক্তারা ও খেলাপ্রেমী দর্শকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *