কলসযাত্রার পরবর্তীতে খুঁটিপুজো, খয়রাশোলের কেন্দ্রগড়িয়ায়

বিপিন পালঃ

আজ শুভ রথযাত্রা। আজকের শুভ দিনে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা নানান শুভ কাজের সূচনা করেন। এদিন ৭ই জুলাই রবিবার বীরভূম জেলার খয়রাশোল থানার কেন্দ্রগড়িয়া হাই স্কুল মাঠে প্রথম বর্ষ সার্ব্বজনীন ভাবে দুর্গোৎসবে মাতবে কেন্দ্রগড়িয়াবাসী। আজ রবিবার কয়েকশত মহিলা সুসজ্জায় সজ্জিত হয়ে ঢাক, ঢোল, খোল, করতাল, শঙ্খ, ঘন্টা, কাঁসর সহযোগে হরিনাম গাইতে গাইতে হিংলো নদী থেকে কলস ভর্তি জল এনে সেই কলসের জল দিয়ে ঘটস্থাপন করে শ্রদ্ধা ভক্তি সহকারে শাস্ত্রীয় আচার মেনে খুঁটি পুজো করা হলো।আগামীতে গ্রামের মধ্যবর্তী স্থানে দুর্গাপজা হবে এই আনন্দে আটখানা গ্রামের আবাল বৃদ্ধ বনিতা। উপস্থিত ছিলেন দুর্গাপুজো কমিটির অন্যতম সদস্য শ্যামল কুমার গায়েন, তুহিন আচার্য্য, বলাই দাস, প্রকাশ আচার্য্য, খোকন সাহা, নির্মল গায়েন, বিকাশ দে সহ গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *