দীপককুমার দাসঃ
বাংলা গানের স্বর্ণ যুগের সঙ্গীত শিল্পীদের স্মরণে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সিউড়ির রবীন্দ্র সদনে ৬ জুলাই শনিবার থেকে দুই দিন ব্যাপী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের সূচনা হয়। প্রথম দিন শচীন দেব বর্মন, শ্যামল মিত্র ও রাহুল দেব বর্মন এই তিন সঙ্গীত শিল্পীর স্মরণে তাদের গানের মধ্যে দিয়ে তাঁদের শ্রদ্ধা নিবেদন করা হয়। রবিবার রথযাত্রার দিনে সন্ধ্যা মুখরিত হয় হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার ও মান্না দে এর গানে গানে। শনিবার সৈকত মিত্র, সৌমিত্র রায়, অরিত্র দাশগুপ্ত, রূপঙ্কর বাগচী, শম্পা বিশ্বাস, চন্দ্রিকা ভট্টাচার্য, তথাগত সেনগুপ্ত, সুজয় ভৌমিক, অরিজিৎ চক্রবর্তী সঙ্গীত পরিবেশন করেন। প্রথম দিনের অনুষ্ঠানের সমাপ্তি হয় সঙ্গীত শিল্পী তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গীতের মাধ্যমে। রবিবার সঙ্গীত পরিবেশনে আছেন শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, মনোময় ভট্টাচার্য, শুভঙ্কর ভাস্কর, অমিত গাঙ্গুলি, তৃষা পাড়ুই, গার্গী ঘোষ, মাইকেল ব্যানার্জি ও বিশ্বজিৎ দাশগুপ্ত। এদিন এই অনুষ্ঠান দেখতে সঙ্গীত প্রেমীরা উপস্থিত ছিলেন সিউড়ির রবীন্দ্র সদনে।