শম্ভুনাথ সেনঃ
সারা দেশ জুড়ে আজ ৭ জুন পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। তবে অভিনব রথযাত্রা উদযাপিত হচ্ছে বীরভূমের তারাপীঠে।এই রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা নেই। রথে সওয়ারী স্বয়ং “মা তারা”। এখানে সব পুজোতেই মাকে সেই রূপে কল্পনা করেই পূজা করা হয়। আজ মাতারার রথকে ঘিরে থিক থিক করছে তারাপীঠ। উল্লেখ্য, আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব রথযাত্রা। উড়িষ্যায় পুরীর জগন্নাথদেবের মন্দিরে এই রথযাত্রা দেখতে যেমন লক্ষ লক্ষ পুন্যার্থীর ভিড় জমে, তেমনি বীরভূমের তীর্থভূমি তারাপীঠে মাতারার মন্দিরে রথযাত্রা দেখতে দূর দুরান্ত থেকে হাজির হাজার হাজার দর্শনার্থী। উল্লেখ্য, সাধক দ্বিতীয় আনন্দনাথ অষ্টাদশ শতাব্দীর আটের দশকে নাটোরের রাজা ও তারাপীঠের জমিদার সাধক রামকৃষ্ণের সহায়তায় তারামায়ের এই রথযাত্রা উৎসবের সূচনা হয়। তারাপীঠের রথের মূল আকর্ষণ এখানে প্রভু জগন্নাথদেবকে অভেদ কল্পনা করে রাজবেশে রথে চাপানো হয় মা তারাকে। তারাপীঠের এই রথযাত্রা উৎসব ঘিরে ভক্ত-পূর্ণার্থীদের মধ্যে থাকে আলাদা উৎসাহ উদ্দীপনা। স্বাভাবিকভাবেই ব্যতিক্রমী রথযাত্রা অনুষ্ঠিত হয় বীরভূমের এই তারাপীঠে। একমাত্র এখানেই জগন্নাথ দেবের বদলে রথে চাপানো হয় মাতারা কে। এবছর রথযাত্রা রবিবারে হওয়ায় তারাপীঠে ভিড় বেড়েছে কয়েকগুণ।